মাশরাফীর সঙ্গে তার সন্তানদের বন্ধুর মতো সম্পর্ক। মাশরাফী নিজেই অনেকবার বলেছেন সে কথা। ছেলে সাহিল এবং মেয়ে হুমায়ারার সঙ্গে কাটানো মুহূর্তগুলোর ছবি মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন মাশরাফী।





মঙ্গলবার (৫ জানুয়ারি) দুই সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ম্যাশ। তবে ছবির সঙ্গে লেখা কথাগুলো একেবারেই আলাদা। মূলত পুরো পোস্টেই সন্তানদের নসিহত করেছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।





পোস্টে মাশরাফী লিখেছেন, অতীত যতোই কঠিন বা মসৃণ হোক আবেগাক্রা’ন্ত হয়ো না তা নিয়ে, এমন কি ভবিষ্যৎ নিয়েও তোমরা কিছু ভেবো না বরং তোমাদের বর্তমানের প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। কারণ, বর্তমানই তোমার ভবিষ্যৎ।





তিনি আরও লেখেন, বাবা হিসাবে এতোটুকুই চাইবো স্কুল, কলেজ, পাসপোর্ট বা আরও কিছু প্রয়োজনীয় জায়গা ছাড়া বাবার নাম নিও না।





কারণ তোমাদের সাবলম্বী করতে সম্ভাব্য যা কিছু প্রয়োজন তা তোমাদের বাবা- মা চেষ্টা করছে। বাকি জীবনটা নিজেদের মতো সাজিও নিও। অবশ্যই চাইবো সেটা যেন সঠিক পথে হয়।





হৃদয় দিয়ে লক্ষ লক্ষ হৃদয়ের গল্প জিতবে সেই আশাই করি। আল্লাহ তোমাদের সহায় হোন।




