কুড়িগ্রাম জেলার হতদরিদ্র দম্পতি খলিল মণ্ডল ও মর্জিনা বেগমের মাথা গোজার ঠাঁই বলতে গুচ্ছগ্রাম। খলিল মণ্ডল দিনমজুরি কাজ করে সংসার চালাতেন এখন অক্ষমতার কারণে কাজ করতে পারেন না।





অভাবের সংসারে সন্তানদের সাত সন্তানের খরচ চালাতে দিশেহা’রা এই দম্পতি। তাইতো টাকার বিনিময়ে নিজ সন্তানকে বিক্রি করে দিচ্ছেন অন্যের কাছে। ঘটনাটি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা বুড়াবুড়ী ইউনিয়নের শিমুলতলা গ্রামে।





জানা গেছে, এই দম্পতি ১৬ মাস আগে ২ দিন বয়সী এক সন্তানকে বিক্রি করলেও টাকা পাননি। গত সম্পাহে ফের ৩ মাস বয়সী এক কন্যা সন্তানকে দশ হাজার টাকার বিনিময়ে বি’ক্রি করেছেন।





এই দম্পতির অ’ভিযোগ, সারা দিন খেতে না পারলেও স্থানীয় কোন জনপ্রতিনিধি সহযোগিতা করেন না। সংসারে অ’ভাবের কারণে স’ন্তান বিক্রি করেছেন। উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান বলেন, প্রতিব’ন্ধী ভাতা কার্ডের সুযোগ রয়েছে। যোগাযোগ করা হলে প্রতিব’ন্ধী কার্ডের ব্যবস্থা করে দেব। সূত্রঃ আরটিভি নিউজ




