9.1 C
New York
Sunday, April 18, 2021

সিনেমাকেও হার মানিয়েছে; ১২ তলা থেকে পড়েও বেঁচে গেল শিশুটি

ভিয়েতনামে ঘটে যাওয়া এক ঘটনা সিনেমাকেও হার মানিয়েছে। দেশটির রাজধানী হ্যানয়ে এক বাড়ির ১২ তলার বারান্দা থেকে নিচে পড়ে যায় এক শিশু। তার কপালে নিশ্চিত মৃ’ত্যু রয়েছে ভেবে চিৎকার করছিলেন প্রতিবেশীরা।

এমন সময় সুপার হিরোর মতোই দৌড়ে এসে শিশুটিকে প্রায় ক্যাচ ধরেন এক ডেলিভারি বয় নুয়েন নুক। বুধবার (৩ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যমে সেই ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

দ্যা গার্ডিয়ানের বরাতে জানা গেছে, আশপাশের লোকজনের চিৎকারে নুয়েন শিশুটিকে ধরার জন্য বিল্ডিংয়ের লাগোয়া মোটরসাইকেল শেডের ওপর উঠে পড়েন। ৩১ বছর বয়সী এই ডেলিভারি বয় শিশুটির প্রাণ যেভাবে রক্ষা করেছেন তা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটিজেনরা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্রুতগতিতে পড়া শিশুকে ঠিকভাবে পুরোপুরি ধরতে পারেননি তিনি। তবে তার প্রচেষ্টাতেই বড় ধরনের আঘা’ত থেকে রক্ষা পায় শিশুটি।

ঘটনার পর নুয়েন নক জানান, তিনি যেভাবে দৌঁড়ে গিয়ে ওই শিশুকন্যাকে আঁকড়ে ধরেন তাতে সময়ের আর একটু হেরফের হলেই বড় বি’পদ হতে পারত। শুধু তাই নয়, ওই শিশুটিকে পড়ে যেতে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। সেই কারণে সময় নষ্ট না করেই ওই শিশুকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেন বলে জানান ওই তরুণ।

Related Articles

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Stay Connected

21,790ভক্তমত
2,739অনুগামিবৃন্দঅনুসরণ করা
0গ্রাহকদেরসাবস্ক্রাইব

Latest Articles