আলোচনা-সমালোচনা সবকিছু মিলেই সাকিব আল হাসান যেন সেরাদের সেরা। এই সেরা তারকার জন্মদিন ছিল বুধবার। ৩৪-এ পা রাখলেন সাকিব আল হাসান।





তবে জন্মদিন নিয়ে যেন খুব একটা মাথাব্যথা নেই তার। তাই তো আমেরিকা থেকে ফিরে জন্মদিনেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেমে পড়লেন অনুশীলনে।





আইপিএলের আগে কয়েকদিনের প্রস্তুতি সারতে সোমবার দেশে ফেরা সাকিব স্ত্রী-সন্তানকে যুক্তরাষ্ট্রে রেখে এসেছেন। দূরে থাকলেও স্ত্রী উম্মে আহমেদ শিশির শুভেচ্ছায় সিক্ত করেছেন জীবন সঙ্গীকে। এক ফেসুবক পোস্টে তিনি জানিয়েছেন, তার দেখা সবচেয়ে শক্তিশালী মানুষ সাকিবই।





শিশির লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় জীবনসঙ্গী, আমার দেখা সবচেয়ে শক্তিশালী মানুষ। সাফল্যের চাবিকাঠি ও বিজয়ী হতে জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে যত যু”দ্ধই করতে হোক না কেন, কোনও ব্যাপার না। আমি তোমাকে ভালোবাসি এবং সব সময় তোমার পাশে থাকব। একসঙ্গে আমরা শক্তিশালী।’




