9.1 C
New York
Sunday, April 18, 2021

যে কারনে হাতে-পায়ে ব্যান্ডেজ আর শর্টস পরে বিয়ে করলেন বর

অদ্ভুত এক দৃশ্য দেখা গেলো ইন্দোনেশিয়ায়। বিয়ের মঞ্চে জমকালো পোশাকের বদলে শর্টস পরে ব্যান্ডেজ বেঁধে স্লিংয়ে হাত ঝুলিয়ে বসে আছেন বর।

ইচ্ছাকৃতভাবে তিনি এসব কিছু করেননি। বরং কিছুটা হাস্যরস সৃষ্টি করা এই ঘটনার পিছনে লুকিয়ে আছে একটি মোটরসাইকেল দু’র্ঘটনা। তাই বাধ্য হয়েই তাকে এই অদ্ভুত পোশাকে বিয়ে করতে আসতে হয়েছে।

বিয়ের পরপরই বর-কনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বুধবার (৭ এপ্রিল) এসব খবর দিয়েছে টাইমস নাউ নিউজ। বলা হয়েছে, বিয়ের চারদিন আগে মোটরসাইকেল দু’র্ঘটনায় আহ’ত হয়েছিলেন বর।

আঘা’তও পান বেশ ভালোমতোই। তার শরীরে যেমন আঘা’ত লেগেছে, তাতে বরের প্রথাগত পোশাক পরে বিয়ে করতে আসা সম্ভব হয়নি ওই ছেলের পক্ষে। খবরে প্রকাশ, কনে ইন্দোনেশিয়ার সংবাদপত্র কমপাসকে বলেন, ‘আমার স্বামী পেট্রোল কিনতে বেরিয়ে যাওয়ার সময় একটি দু’র্ঘটনায় পড়ে।

পথে হঠাৎ তার চে’তনা হারিয়ে যায়, তারপর মোটরসাইকেল থেকে পড়ে যায় সে।’ তবে দু’র্ঘটনায় পড়ে বর মলিন থাকলেও সাজগোজের কোনো কমতি ছিল না কনের মধ্যে। নিজস্ব প্রথা মেনেই সুন্দর পোশাক পরে বিয়েতে হাজির ছিলেন তিনি। বাকিটা তো ছবিতে দেখাই যাচ্ছে।

Related Articles

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Stay Connected

21,790ভক্তমত
2,739অনুগামিবৃন্দঅনুসরণ করা
0গ্রাহকদেরসাবস্ক্রাইব

Latest Articles