23 C
New York
Monday, July 26, 2021

প্রধানমন্ত্রী বা বিরো’ধী দলীয় নেতারা যেমন পূজা উদ্বোধন করেন, সাকিবও তা-ই করেছেন: নুর

নেতারা যেমন পূজা উদ্বোধন করেন, সাকিবও কলকাতায় তা-ই করেছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী বা বিরো’ধী দলীয় নেতারা যেমন পূজায় ঘুরে মণ্ডপ উদ্বোধন করেন, সাকিবও কলকাতায় গিয়ে তা-ই করেছেন। তারপর তাঁকে যে হু’মকি দেওয়া হয়েছে, সেটা উ’গ্রতার প্রকাশ।

শুক্রবার(২০ নভেম্বর) রাতে ডয়চে ভেলের ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ সাপ্তাহিক ইউটিউব টকশোতে এসব কথা বলেন তিনি। এ সময় সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসানের কলকাতায় একটি পূজা উদ্বোধন করতে যাওয়া ও এরপর এক ব্যক্তির তাঁকে মৃ’ত্যুর হু’মকি দেওয়ার ঘটনায় নূর নীরব থাকার এক প্রশ্নের জবাবে নুর বলেন,

‘আমি এই হু’মকির ঘটনার তী’ব্র নি’ন্দা ও প্র’তিবাদ জানাই। আমি উদ্বি’গ্ন যে সমাজ হিসাবে আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছেছি। সাকিবের মতো একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় সকল ধর্মের মানুষের কাছেই প্রিয়।’

এসময় নূরুল হক নূর নিজে এমন কোনো পূজায় অংশগ্রহণ করবেন কি না এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে নূরুল হক নূর বলেন, ‘আমি যাব না কেন, আমি তো আগেই গিয়েছি। জগন্নাথ হলের সরস্বতী পূজায় গেছি, অন্যদের মণ্ডপ ঘুরিয়ে দেখিয়েছি।’

এছাড়া ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদ্য যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

Related Articles

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Stay Connected

21,984ভক্তমত
2,870অনুগামিবৃন্দঅনুসরণ করা
0গ্রাহকদেরসাবস্ক্রাইব

Latest Articles