আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা বুধবার (২৫ নভেম্বর) নিজ বাসায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মা’রা গেছেন।





তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ক্রিয়া জগতের অনেক। এতে পিছিয়ে নেই বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায় মাশরাফি বিন মর্তুজাও। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে মাশরাফি তার নিজের ভেরিফায়েড ফেসবুকে লেখেন-





‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলোনা, আর আসবেও না। ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম।





তোমার বা পায়ের আঁকা নিখুদ গোলের ছবি গুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে যাদুকর। দি ড্রিবলিং মাস্টার দিয়াগো আরমান্দো মারাদোনা। (RIP)’




