যাদের চুল পাতলা, হেয়ার স্টাইল করার সময় তারা বেশ বিড়ম্বনায় থাকেন। পাতলা চুলে সব ধরনের স্টাইল ভালো লাগে না।





খানিকটা এলোমেলো করে বাঁধলেই ঘন ও সুন্দর দেখায় পাতলা চুল। এই ধরনের চুল কখনো স্ট্রেইট করবেন না। এতে আরো বেশি পাতলা দেখাবে। জেনে নিন পাতলা চুল ঘন দেখাবে এমন স্টাইল কীভাবে করবেন চুলে।





এলোমেলো স্টাইল: পরিপাটি করে রাখলে চুল বেশি পাতলা দেখায়। তাই বেণি বা পনিটেইল যাই করুন না কেন, খানিকটা এলোমেলো করে বাঁধুন চুল। মেসি বেনির পাশাপাশি মেসি খোঁপাও করা যেতে পারে।





কার্ল করুন: চুলের উপরের অল্প অল্প অংশ নিয়ে কার্ল করুন। কার্লের মধ্যে আঙুল চালিয়ে ঢিলে করে নিন। বেশ ঘন দেখাবে চুল।





পাশ বদলে স্টাইল করুন চুলের : নির্দিষ্ট একদিকে হেয়ার স্টাইল করার অভ্যাস থাকলে সেটি বদলে ফেলুন। সবসময় একদিকে সিঁথি করলে বা একদিকে চুল রেখে দিলে সেই দিকটি জৌলুসহীন হয়ে পড়ে। সিঁথির চুলও কমতে থাকে। তাই কিছুদিন পর পরই দিক বদলে করুন হেয়ার স্টাইল।





হাইলাইট করুন: চুলে পছন্দ মতো রঙ দিয়ে হাইলাইট করে নিতে পারেন। ঘন ও সুন্দর দেখাবে চুল।




